আমতলী উপজেলার এ.কে স্কুল সংলগ্ন সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে রাস্তার খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচল অনিরাপদ হয়ে পড়ে।
প্রতিদিন শত শত শিক্ষার্থী এই রাস্তাটি ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। রাস্তায় ধুলাবালিতে পরিবেশ নোংরা হয়ে উঠছে, আবার বর্ষায় কাদা জমে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
স্থানীয় দোকানদার রফিক মিয়া বলেন, “রাস্তা এত খারাপ হয়ে গেছে যে বৃষ্টি হলে দোকান খোলা রাখাই কষ্টকর। ধুলা-বালিতে ক্রেতারাও বিরক্ত হয়ে যায়।”
এনায়েত মিয়া অভিযোগ করে জানান, রাস্তাটি সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে আমতলী উপজেলা প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাস্তাটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন হলে দ্রুত কাজ শুরু হবে।”
স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Nessun commento trovato



















