‘আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। ডুমুরিয়া- ফুলতলাবাসীর আপদ-বিপদে কাছের মানুষ হয়ে বিল ডাকাতিয়া’র জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং এলাকা থেকে বিদেশে পাঠানো মাছ ও সবজি’র যথাযথ মূল্য পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই।’ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ডুমুরিয়া উপজেলা বিএনপির’র সাবেক আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ ডুমুরিয়ার সাংবাদিকদের বস্তনিষ্ঠ লেখনীর মাধ্যমে বিপন্ন মানুষের দূর্দশার চিত্র তুলে ধরার আহবান জানান।
সাংবাদিক এস.এম মাহবুবুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্যদেন, বিএনপি নেতা শের আলম সান্টু, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, এ্যাডভোকেট মুমিনুর রহমান নয়ন, জিএম তারেক, মাহবুব আলম, মুর্শিদা খানম, সাংবাদিক আবু হেনা মুক্তি, আব্দুল লতিফ মোড়ল, এস রফিকুল ইসলাম, অরুণ দেবনাথ, সুব্রত ফৌজদার, শেখ আব্দুস সালাম, সাব্বির খান ডালিম, সেলিম আবেদ, গাজী আব্দুল কুদ্দুস, সুমন ব্রক্ষ্ম, মাসুম গাজী, আশরাফুল আলম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক ও নাসিম গাজী।



















