রাশেদ ইসলাম, জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, আধুনিক আমদই ইউনিয়নের স্থপতি এবং এলাকার প্রিয় অভিভাবক আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস আজ (১০ আগস্ট) পালিত হচ্ছে।
১৯৪১ সালের ২১ জানুয়ারি জয়পুরহাট সদর উপজেলার বাঁকিলা গ্রামের প্রখ্যাত জমিদার ও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম জমিদার মহসীন আলী চৌধুরী ও মাতা রাবিয়া বাসরীর সন্তান নূরুল ইসলাম চৌধুরী কর্মময় জীবনে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে গেছেন।
পাঁচবারের জনপ্রতিনিধি হিসেবে তিনি শিরট্রি মহাবিদ্যালয়, আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ, মীরগ্রাম চৌমুহনী উচ্চ বিদ্যালয়, কাদোয়া আদর্শ বালিকা বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে প্রথম বৈদ্যুতিক আলো প্রজ্বালনসহ অসংখ্য মসজিদ, স্কুল, কলেজ ও সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন তিনি।
জাতীয় পর্যায়ে সততা ও নিষ্ঠার জন্যও তিনি স্বীকৃতি পান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তিনি সোনার পদক ও জাতীয় সনদ লাভ করেন। ১৯৮০ সালে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ সফরের সুযোগ পান তিনি।
রাজনীতিতেও ছিলেন সক্রিয়। তিনি জয়পুরহাট সদর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির অন্যতম সদস্য এবং আমদই ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে গ্রামীণ হাট পাকাপাকা করণ, সড়ক ও ব্রিজ নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়।
অসংখ্য মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে তিনি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রয়াণ দিবসে পরিবার, শুভানুধ্যায়ী ও ইউনিয়নবাসী তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে।