আল্লামা সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৮ আগস্ট ২০২৫ তারিখে নুনগোলা পশ্চিমপাড়া আহছানিয়া আকসা জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। 

মাহফিলের সূচনা হয় কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে, যেখানে আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আল্লামা সাঈদীর ইসলামের খেদমতে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, 'আল্লামা সাঈদী ছিলেন যুগের শ্রেষ্ঠ দাঈয়ে ইলাল্লাহ। ইসলামের খেদমতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর ওয়ারেশ, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ জাকির হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওসমান গনি, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি শাহিনুর রহমান, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম এবং রোকন হাফেজ শাহেদুজ্জামান।

এই দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুবক-তরুণ এবং ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। 

দায়িত্ব পালন করেন ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা রওশন আলম ও সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোঃ শামীম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সেক্রেটারি মোঃ ইবাদুল ইসলাম। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। এই মাহফিলের মাধ্যমে আল্লামা সাঈদীর অবদানকে স্মরণ করা হয় এবং তার আত্তার মাগফেরাতের জন্য প্রার্থনা করা হয়।

No comments found