আসন্ন আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি পদপ্রার্থী রাকিব হোসেন ভূঁইয়া শিক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সকল প্রয়োজনে আমি ও আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় পাশে থাকবো। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি স্থায়ী ছাত্রকল্যাণ ফান্ড গঠন করব। র্যাগিং, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলবো। ক্যাম্পাসে স্থিতিশীল শিক্ষা পরিবেশ বজায় রাখবো। ক্যাম্পাসে ও বাইরে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করবো। সর্বোপরি ‘সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদল’—এই স্লোগানে ইউনিটকে শক্তিশালী করবো।”
রাকিব হোসেন ভূঁইয়া মনে করেন, ছাত্রদল কেবল রাজনৈতিক সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। তাই সংগঠনের মাধ্যমে তিনি ক্যাম্পাসে সুশিক্ষা ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান।