close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আজগর সালেহী
মানবসেবার লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ মহিলা কলেজের সামনে অবস্থিত চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেকো ফাউন্ডেশন কানাডার অর্থায়নে তিন দিনব্যাপী ফ্রি চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১১ আগস্ট) থেকে বুধবার (১৩ আগস্ট) পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন।
 
লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত ক্যাম্পে ছয় সদস্যের একটি টিম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চক্ষু পরীক্ষা, ফ্রি চিকিৎসা, চশমা প্রদান এবং ছানি রোগীদের বাছাই করেন। পরে নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও সানগ্লাস সরবরাহ করা হয়। অপারেশন টিমে ছিলেন আবদুল কাদের রুবেল, ওমর ফারুক, আবদুল আজিজ, মোহাম্মদ ইউছুফ, রায়হান প্রমুখ।
 
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহকারী পরিচালক ইনসাফি হান্না, আল মুসাইদাহ ফাউন্ডেশনের উপদেষ্টা রতন সেন, প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. মহিউদ্দিন ও ক্যাম্প কো-অর্ডিনেটর জসিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, অর্থাভাবে অনেক মানুষ চক্ষু চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের উদ্যোগ দরিদ্র রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ।
 
আল মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
 
চিকিৎসা নিতে আসা সনোওয়ারা বেগম জানান, “চোখের সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। এখানে এসে বিনা মূল্যে ডাক্তার দেখিয়ে অপারেশনের সুযোগ পেয়েছি—এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।”
لم يتم العثور على تعليقات