close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আল আবরার হজ্জ কাফেলার ওমরা হাজীদের কনফারেন্স

M.A Hossain avatar   
M.A Hossain
****

মিরসরাইয়ের বারইয়ারহাটে আল আবরার হজ্জ কাফেলার ওমরা হাজীদের কনফারেন্স সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বারইয়ারহাট শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠান আল আবরার হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ক্বারি মোহাম্মদ নোমানের সঞ্চালনায় হজ্জের দিকনির্দেশনামূলক বিশদ আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অলি উল্ল্যাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কয়লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আসাদ উল্ল্যাহ, করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল খায়ের, আল আবরার হজ্ব কাফেলার উপদেষ্টা নুরুল আলম, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী পেশাজীবী সম্পাদক মোহাম্মদ ফারুক।

Комментариев нет