আক্কেলপুরে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার।
রাশেদ ইসলাম, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি আব্দুর রহিম স্বাধীন ওরফে স্বাধীন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গোপন অভিযানে গ্রেপ্তার
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয় চত্বরে অবস্থান নেয়। স্বাধীন মাস্টারকে শনাক্ত করার পর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
ওসি বলেন, “কোনো আসামিই আইনের ঊর্ধ্বে নয়। স্বাধীন মাস্টারের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়ায় নেওয়া হবে।”
একাধিক মামলার আসামি
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের পর জয়পুরহাট সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় স্বাধীন মাস্টারের নাম অন্তর্ভুক্ত হয়। স্থানীয় রাজনৈতিক বিরোধ থেকে এসব মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। মামলার পর থেকে তিনি সরাসরি রাজনৈতিক মঞ্চে সক্রিয় না থাকলেও এলাকায় তার প্রভাব বজায় ছিল।
শিক্ষকতা থেকে রাজনীতির মাঠে
আব্দুর রহিম স্বাধীন পেশায় একজন শিক্ষক হলেও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। শিক্ষকতা আর রাজনীতিকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মামলায় জড়িয়ে পড়েন। স্থানীয়দের মতে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আগে থেকেই ছিল, তবে গ্রেপ্তারের খবরে এবার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিদ্যালয়ের এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন শিক্ষক হয়ে এ ধরনের মামলার আসামি হওয়া খুবই দুঃখজনক। শিক্ষার্থীরা কী শিখবে?”
একজন স্থানীয় রাজনৈতিক কর্মী বলেন, “স্বাধীন মাস্টার একসময় সংগঠনের সক্রিয় নেতা ছিলেন। কিন্তু মামলা-হামলায় জড়িয়ে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এখন গ্রেপ্তারের পর তার রাজনৈতিক ভবিষ্যৎও প্রশ্নের মুখে।”
শিক্ষাঙ্গনে প্রভাব
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে। আবার অনেকেই মনে করেন, দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো চলছিল, তার পরিণতিই এ গ্রেপ্তার।
পুলিশের কড়া অবস্থান
পুলিশের দাবি, রাজনৈতিক পরিচয় যেই থাকুক না কেন, আইনের বাইরে কেউ যেতে পারবে না। ওসি শফিকুল ইসলাম বলেন, “যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীন মাস্টারের ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।
আব্দুর রহিম স্বাধীন মাস্টারের গ্রেপ্তার আক্কেলপুর এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। একজন শিক্ষক হয়েও হত্যা মামলার আসামি হওয়া এবং রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী নেতার গ্রেপ্তার স্থানীয়দের মনে নানা প্রশ্ন ছুড়ে দিয়েছে। আগামী দিনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অগ্রগতি ও বিচারপ্রক্রিয়াই নির্ধারণ করবে স্বাধীন মাস্টারের ভাগ্য।