close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আখাউড়ায় গাজিপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিএমএসএফ এর প্রতিবাদ সভা ও মানববন্ধন..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় সকল সাংবাদিকরা একই প্লাটফর্মে এসে গাজিপুরে নৃসংস হত্যাকাণ্ডের শিকার নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে ফেটে পড়েছেন।..

আখাউড়ায় বিএমএসএফ এর প্রতিবাদ সভা এবং মানব বন্ধন অনুষ্ঠিত :

আফজল খান শিমুল 

আজ দুপুরবেলায় গত বৃহস্পতিবারে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপরি কুপিয়ে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকদের স্বার্থ রক্ষাকারী অতন্দ্র প্রহরী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) আখাউড়া উপজেলা শাখার সদস্যরা। 

এতে সভাপতিত্ব করেন , কবি আফজল খান শিমুল 
বক্তব্য রাখেন , সাংগঠনিক সম্পাদক , শাহাবুদ্দিন আহমেদ ।

এ প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন , সংগঠনের সাধারন সম্পাদক শেখ মনির হোসেন নিজাম , যুগ্ম সাধারন সম্পাদক , লায়ন রাকেশ কুমার ঘোষ , সহ-সভাপতি ইয়াছিন আরাফাত আশিক , দপ্তর সম্পাদক মো: বাবলু, সমাজসেবা সম্পাদক , সিপিআইএ সেজান খান সোহাগ । বিজয়নগর থেকে আগত সাংবাদিক হাফেজ মো: শামীম ওসমান গণি ও সাংবাদিক আমজাদ প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও ক্রমাগত নিপীড়ন বেড়েই চলেছে। এ থেকে পরিত্রাণ চাই।

সভাপতির বক্তব্যে কবি আফজল খান শিমুল বলেন, কেন্দ্রীয় ঘোষিত সাংবাদিক বন্ধু ও বিএমএসএফ এর চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড ও সভাপতি আহমেদ আবু জাফরের নির্দেশে আমরা অল্প সময়ে এ অনুষ্ঠানটি করতে পেরেছি। সাংবাদিক তুহিন হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুন্যালে দ্রুত করতে হবে নতুবা সারা বাংলাদেশের সাংবাদিকরা মুখে আঙুল দিয়ে বসে থাকবে না। অবিলম্বে দায়ি সকল ব্যাক্তিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

এর আগে আখাউড়া প্রেসক্লাব , রিপোটার্স ইউনিটি , সাংবাদিক কল্যাণ সমিতি ও টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে আরও একটি বিশাল সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

No comments found