আখাউড়ায় এনজিও কর্মীর লাশ উদ্ধার

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ার তন্তর বাজারের এনজিও সংস্থা "পপির" ভবন থেকে তার লাশ উদ্ধার করে ধরখার ফাঁড়ি পুলিশ।..

আফজল খান শিমুল:

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউপির তন্তর বাজারে পপি নামে এনজিও সংস্থার কার্যালয় থেকে আজ বিকেল ৫ টার সময় পাপন চন্দ্র দাস(২৮) নামে এক ফিল্ড অফিসারের ফাঁসি তে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

 
ঐ এনজিও অফিসের ৫ তলা ভবনের ৩য় তলায় ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত পাপন চন্দ্র দাস  নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কোনাবুড়ি গ্রামের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের পুত্র।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো ছমিউদ্দিন জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে।

Aucun commentaire trouvé