যদিও এই ফরম্যাট এখনো পেশাদার ক্রিকেটের স্বীকৃতি পায়নি। তবে বিভিন্ন দেশে ১০ ওভারের ফরম্যাটের লীগ আয়োজন করা হয় প্রতিনিয়ত।
ইংল্যান্ডে বর্তমানে চলছে ইসিএস টি১০ লিগ।সেখানে অবিশ্বাস্য তান্ডব দেখা গেলো বাইশ গজে। আফগানিস্তান ব্যাটসম্যান উসমান গনি এক ওভারেই নিলেন ৪৫ রান।
ইসিএস টি১০ লিগে লন্ডন কাউন্টি ক্লাব ও গিলফোর্ড মুখোমুখি হয়। যেখানে লন্ডন কাউন্টি ক্লাবের হয়ে মাঠে নামেন উসমান গনি গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসেন উইল এর্নি। সেই ওভারেই উসমান যেনো রুদ্রমূর্তি ধারণ করেন। এক ওভারে ৪৫ রান করেন ৫ ছক্কা ও ৩ চারে। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।
উইল এর্নির সবমিলিয়ে ওভারটি ছিলো ৯ বলের। যেখানে দুটি নো বল এবং এই নো বল গুলোতে একটি করে চার - ছক্কা হাঁকান উসমান। সে ওভারে সবমিলিয়ে হাঁকান ৫ টি ছক্কা ও ২ টি চার।
এক ওভারে ৪৫ রান নেওয়ার পাশাপাশি পুরো ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন। যেখানে ১৭ টি ছয়ের পাশাপাশি ছিলো ১১ টি চার। স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১। উসমানের দারুণ একটি ইনিংসের উপর ভিত্তি করে লন্ডন কাউন্টি ক্লাব ১০ ওভারে করে ২২৬ রান। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমানরা।