close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সাতক্ষীরায় মতবিনিময় সভা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসাকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসাকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট '২৫) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, কলেজ ও মাদরাসা থেকে একটি করে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলা হয়, জেলার প্রত্যেকটি উপজেলায় ১টি করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসাকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে জেলা প্রশাসন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা সাতটি উপজেলায় ২৮ টি মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসব মডেল প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হবে — শিক্ষক শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি, শতভাগ পাসের হার, শ্রেণিকক্ষের মনোরম পরিবেশ, খেলার মাঠ, শরীরচর্চা, ইনডোর খেলাধুলা, শিক্ষা উপকরণের প্রাপ্যতা (পর্যাপ্ত শিক্ষা উপকরণ ব্যবস্থা), সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্কাউটিং, গার্লস গাইড, সঙ্গীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, ওয়াশ ব্লক, প্রাত্যহিক সমাবেশ, ছাত্র শিক্ষক রাজনীতি মুক্ত, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা এবং নোট গাইড নিষিদ্ধ।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, রসুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজ, প্রধান শিক্ষক লিয়াকত আলী, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, অধ্যক্ষ মোহতাছিম বিল্লাহ, অধ্যক্ষ রুহুল আমিন, সুপার মহাসিনুল ইসলাম, সুপার আবু সাঈদ, সুপার আব্দুল লতিফ, সুপার সিদ্দিকুর রহমানসহ প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসায় ও কলেজের ৪০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

এর আগে ৩০ জুলাই দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসাকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম প্রমুখ।

No comments found