close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আদমদীঘিতে প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধার ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ইয়াবা ও প্রাইভেটকার সহ ২ জন মাদক ব‍্যাবসায়ীকে গ্রেফতার  করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সান্তাহার পৌর এলাকায় পলাশ আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পার্শ্ববর্তী নওগাঁ জেলার  মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরগ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাতে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে আটককৃত প্রাইভেট কারের ভিতরে তল্লাশি চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার ২৭শে আগস্ট দুপুরে তাদের বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments found