close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আদমদীঘিতে যৌথবাহিনীর অভিযান, হ্যাচারী মালিকের কারাদণ্ড, হ্যাচারী সিলগালা ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স বিহীন হ্যাচারী ব্যবসা চালানোর অপরাধে মোঃ কুদ্দুস আলী (৫৪) নামে এক হ্যাচারী মালিককে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে আরেক হ্যাচারী ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার (১৪ ই আগস্ট) বিকেলে যৌথবাহিনীর অভিযানে উপজেলার ডহরপুর হ্যাচারী মালিককে কারাদন্ড ও তালসন পালপাড়া এনামুল হকের হ্যাচারী সিলগালা করা হয়। দন্ডপ্রাপ্ত মোঃ কুদ্দুস আলী খান আদমদীঘি উপজেলা ডহরপুর গ্রামের মোঃ সোলেমান আলী খানের ছেলে। অভিযানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৪ই আগস্ট  বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল আদমদীঘি সদরের ডহরপুর গ্রামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় লাইসেন্স বিহীন হ্যাচারী ব্যবসা চালানোর অপরাধে মৎস্য হ্যাচারী আইন ২০১০ এর ১৮ (১) ধারামতে হ্যাচারী মালিক কুদ্দুস আলী খানের ৫ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ লাখ টাকাসহ এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। 
এছাড়া নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে তালশন পালপাড়া জনৈক ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেন ভ্রাম্যমান আদালত। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খানকে ওইদিন বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

No comments found