আবুধাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) আবুধাবির একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আবুধাবির উদ্যোগে এসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন- ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক- আব্দুস সালাম তালুকদার, প্রধান বক্তা ছিলেন- আবুধাবি বিএনপি সভাপতি এবং ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ইসমাইল হোসেন তালুকদার। বিশেষ ছিলেন- ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন, আবুধাবি বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ইউ এ ই কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বকুল,
জিয়া পরিষদ ইউ এ ই সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম টিপু এবং আবুধাবি বিএনপি সিনিয়র যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম তালুকদার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী সকল সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী দলকে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহবান জানান।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সাগর হোসেন, মীর নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, নুরুল হক, ইব্রাহিম খলিল, আরিফ উদ্দিন এবং মজিবুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সলিমউল্লাহ সেলিম, ফারুক আফসারি, গাজী সেলিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন এবং খোকন হাওলাদারসহ অনেকে। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া সুস্থতা এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যানে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
No comments found