রবিবার (১০ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ ও July Beyond Borders উদযাপন করা হয়। এ উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ এর সভাপতিত্বে July in Frames” শীর্ষক আলোকচিত্র, গ্রাফিতি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান তৌহিদ ইমাম এর সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন- বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাত সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক ইউ এ ই অপারেশন সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতি ইউ এ ই সহ সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন খতিব, আইটি ব্যক্তিত্ব ড: ফাহিম, কে সুফি প্রমুখ। প্রান্তিক রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জমির উদ্দিন, ইমরান ও রবিউল প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, প্রকৌশলী একে এম নিজাম, নূর হোসেন সুমন, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান, শাখাওয়াত হোসেন বকুল এবং প্রকৌশলী লুৎফর রহমানসহ আবুধাবি ও অন্যান্য নিকটবর্তী শহরে বসবাসরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী প্রতিনিধি এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন ও সকলকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। আলোচনা সভার শুরুতে সকল জুলাই শহিদ, জুলাই যোদ্ধা ও সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অত:পর ২০২৪-এর জুলাই- আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী শহিদ ও যোদ্ধাদের অসামান্য ত্যাগের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র “জুলাই অনির্বান” প্রদর্শিত হয়। এসময় ২০২৪ সালের জুলাই-আগস্ট সময়ে তাদের অভিজ্ঞতা ও রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এছাড়া, তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য অবদানের কথা আরও একবার
স্মরণ করেন। তিনি এই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের মুক্তির বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রচেষ্টার কথা তুলে ধরে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে সৎ কর্মের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সকলকে অনুরোধের পাশাপাশি তিনি আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল করার লক্ষ্যে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দূতাবাস-এর সেবার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের সার্বিক কল্যাণে দূতাবাস সবসময় তাদের পাশে থাকার কথা পূনর্বক্ত করেন।
অনুষ্ঠানের শেষে জুলাই-আগস্ট মাসে নিহত শহিদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found