close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আবুধাবির মোছাফফাতে বাংলাদেশী মালিকানাধীন "দেশবাংলা সুপার মার্কেট" যাত্রা শুরু।..

Mahbub Sarker avatar   
Mahbub Sarker
প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার ও প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ শাখাওয়াত নুর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমিরাতে দেশীয় শ্রমিকদের বন্ধ ভিসা চালুসহ আভ্যন্তরিন ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করার ..

দেশীয় তাজা শাক সবজি, ফলমূল, মাছ মাংস, শুটকী, মরিচ মসল্লাসহ ভোগ্যপণ্য ও ব্যবহার্য পণ্যের বিপুল সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার ১১নং ছানাইয়ার ক্যামেরা গলিতে যাত্রা শুরু করল আরেকটি দেশীয় মালিকানাধীন ব্যবসা প্রতিস্ঠান 'প্রাইম দেশবাংলা সুপার মার্কেট'। বৃহস্পতিবার (৭আগস্ট) বাদে আছর প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইমতিয়াজ সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শওকত নুর ও ব্যবসায়ী ইসরাত জাহানকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।   

এ সময়ে আবুধাবীর বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আলি সিদ্দিকি,আইটি ব্যবসায়ী মোহাম্মদ রনি, মোঃ আলমগির, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইমরান, বিশিষ্ঠ  ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদার, প্রতিস্ঠানের ম্যানেজার আবদুল কাদের, কো অডিনেটর মোহাম্ম সায়েফ, সপ ম্যানেজার ধরবিন্দ্র,মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ বাদশামা, ওলানা মিজানুর রহমান, মোঃ আলমসহ অন্যান্য ব্যাবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

তাঁরা প্রতিস্ঠানটির সফলতা কামনার পাশাপাশি দেশীয় প্রবাসীদের দেশীয় প্রতিস্ঠানে এসে সুলভে দেশীয় পন্যসামগ্রী কেনাকাটা করতে  আহবান জানান।। 

প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার ও প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ শাখাওয়াত নুর দ্বিপাক্ষিক আলোচনায় আমিরাতে দেশীয় শ্রমিকদের বন্ধ ভিসা চালুসহ আভ্যন্তরিন ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Aucun commentaire trouvé