এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা সরকারি কলেজ শাখার সভাপতি ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিন, জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল, জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল্লাহ আল মুয়িদ।
পরে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভালো ফলাফল কেবলমাত্র যাত্রার শুরু। প্রকৃত অর্জন হবে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উৎকর্ষের মাধ্যমে। প্রধান অতিথি শরিফুল ইসলাম খালিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের হাল ধরবে। পরীক্ষায় ভালো করার পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগী হতে হবে।”
অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, “এই সংবর্ধনা কেবল সম্মাননা নয়, বরং ভবিষ্যতের আরও বড় অর্জনের প্রেরণা। জ্ঞানের আলো ছড়িয়ে তোমরাই সমাজ থেকে অশিক্ষা ও অন্যায় দূর করবে।”