close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল রবি বিশ্ববিদ্যালয়

Rakibul Islam avatar   
Rakibul Islam
আগামী ১৭ আগস্ট একনেক সভায় দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।..

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তারা সরে যান। এর আগে দুপুর ১২টা থেকে অবরোধ শুরু করলে সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, “মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আজকের মতো কর্মসূচি শেষ করেছি। তবে আগামী ১৭ আগস্ট একনেক সভায় দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাঁচটি বিভাগে ১২০০-এর বেশি শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে শাহজাদপুর মহিলা কলেজ ও সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ দুটি ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। প্রতিষ্ঠার নয় বছর পার হলেও নিজস্ব ক্যাম্পাস নির্মাণ প্রকল্প এখনো অনুমোদন পায়নি।

বাংলা বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম জানান, “২০১৮ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে একাধিকবার আন্দোলন করেছি, কিন্তু সমাধান হয়নি। তাই এবার রাজপথে নামতে বাধ্য হয়েছি।”

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম হাসান তালুকদার জানান, ৫১৯ কোটি টাকার প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে, যা এখন একনেক সভার অপেক্ষায় রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন জমিদারির খাস জমিতে নান্দনিক ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ভূমি অধিগ্রহণ ও পরিবেশ ক্ষতির আশঙ্কা নেই।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। অনুরোধের পর তারা সড়ক ছাড়লেও ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।”

No comments found