৩২ বছর পর তালাবদ্ধ রাজনীতির দরজা ভেঙে জয়নাল হাজারী কলেজে প্রবেশ করল ছাত্রদল। মুক্ত বুদ্ধি চর্চার নিরাপদ ও গণতান্ত্রিক সবুজ ক্যাম্পাস গঠনের অঙ্গীকার নিয়ে সোমবার (১১ আগস্ট) সকালে কলেজ ছাত্রদলের কমিটি গঠনের জন্য প্রার্থীতা ফরম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদল–টিম ৩ এর দায়িত্বপ্রাপ্ত ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, হারুনর রশীদ শামীম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ফরম বিতরণ শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। তারা জানান, এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘদিন পর কলেজে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।