আগামী ১৫ জুলাই থেকে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে সংগ্রহ করা যাবে টিকিট। সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
বিসিবির পরিচালক মাহবুব আনাম জানান, দর্শকরা চাইলে মোবাইলে ই-টিকিট দেখিয়ে বা প্রিন্ট করে মাঠে প্রবেশ করতে পারবেন। তবে ম্যাচের দিন পর্যন্ত যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেক্ষেত্রে নির্ধারিত কিছু টিকিট বিক্রি হবে মাঠের পাশের টিকিট বুথগুলোতে। সেই বুথগুলোর তালিকা বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে জানিয়ে দেওয়া হবে।
টিকিট মূল্যতালিকা:
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ক্লাব হাউজ: ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি: ১,৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ২,৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩,৫০০ টাকা
টিকিট বিক্রির বিষয়ে মধুমতি ব্যাংক পিএলসির সঙ্গে বিসিবির তিন বছরের চুক্তি থাকলেও, এবার ব্যাংকের কোনো শাখায় সরাসরি বিক্রির সুযোগ থাকছে না। অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের পুরো প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এছাড়া, ‘জুলাই আন্দোলন’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্লক ৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ফান্ডে দান করবে বিসিবি। উল্লেখ্য, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—২০, ২২ ও ২৪ জুলাই।