আজ অস্ট্রেলিয়ার ম্যাককে-এর 'গ্রেট ব্যারিয়ার রীফ এরিনা' স্টেডিয়ামে সিরিজের নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নামে অসি এবং প্রোটিয়া বাহিনী। টসে জিতে স্বাগতিকরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলিয়া আজ তাদের ইনিংসের শুরু থেকেই ছিল খুব আক্রমনাত্মক মেজাজে। প্রথম ১০ ওভারেই তারা সংগ্রহ করে ৮৬/০ রান। অসি দুই ওপেনারকে থামাতে আজ প্রোটিয়াদের রীতিমত হিমশিম খেতে হয়। দলীয় রান যখন ৩৪.১ ওভারে ২৫০, তখন ট্রাভিস হেড ১৪২ রান করে (১০৩ বলে) আউট হন। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছক্কা। অপর ওপেনার অধিনায়ক মিচেল মার্শ দলীয় ২৬৭ রানের মাথায় (৩৬.৩ ওভারে) ব্যক্তিগত ১০০ (১০৬) রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনি মারেন ৬টি চার ও ৫টি ছয়।
তারপর অসিরা শেষ ৮১ বলে (৩য় উইকেটে) সংগ্রহ করে আরো ১৬৪* রান। ক্যামেরন গ্রীন মাত্র ৪৭ বলে পূর্ণ করেন (অসি ইনিংসের ৩য়) শতক! গ্রীন নট আউট থাকেন ১১৮* রানে মাত্র ৫৫ বলে ৬টি চার ও ৮টি ছয়ের মার সহ। এবং অ্যালেক্স ক্যারি করেন ৫০* (৩৭) রান ৭টি চার সহ। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভার শেষে ৪৩১/২ রানের পাহাড় গড়ে! সফরকারীদের পক্ষে কেশব মহারাজ ১/৫৭ এবং মুথুসামী ১/৭৫ উইকেট পান।
জবাবে দঃ আফ্রিকা জয়ের লক্ষ্যে দ্রুত রান তুলতে গিয়ে দ্রুত উইকেট হারাতে থাকে। ৮.১ ওভারেই তারা ৪ উইকেট হারায় মাত্র ৫০ রানে। এরপর তাদের ইনিংসের সর্বোচ্চ জুটিটি আসে টনি ডি জর্জি এবং ডেওয়াল্ড ব্রেভিসের মধ্যে; তাও ৫৭ (৩২) রানের। ব্রেভিস করেন ২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৪৯ রান ২৮ বলে। আর ডি জর্জির সংগ্রহ ৩৩ (৩০) রান ৬টি চার সহ। প্রোটিয়ারা মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় (মাত্র) ২৪.৫ ওভারে! স্বাগতিকদের হয়ে কুপার কনোলির বোলিং ছিল অসাধারণ। তার বোলিং বিশ্লেষণ ৬-০-২২-৫। এছাড়া শন অ্যাবট এবং জাভিয়ের বারলেট ২টি করে উইকেট নেন যথাক্রমে ২৭ এবং ৪৫ রান দিয়ে। অসিরা জয়লাভ করে ২৭৬ রানের বিশাল ব্যবধানে।
প্রোটিয়াদের নিয়মিত (ওয়ানডে) অধিনায়ক টেম্বা বাভুমা; যিনি গত ম্যাচে বিশ্রামে ছিলেন। তিনি আজ একাদশে অন্তর্ভুক্ত হন গত দুই ম্যাচে ৫৭ ও ৮৮ রান করা (আলোচিত) তরুণ ম্যাথিউ ব্রিজকি-এর জায়গায়। বাভুমা আজ ১৯ (১০) রান করেন।
৩ ম্যাচের এ সিরিজের ফলাফল দঃ আফ্রিকার অনুকূলে ২-১। আজকের ম্যাচে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। আর "ম্যান অব দ্য সিরিজ" নির্বাচিত হন দঃ আফ্রিকার কেশব মহারাজ। মহারাজ এ সিরিজে ২৮ ওভার বল করে (১টি মেডেন সহ) ১৩০ রানের বিনিময়ে ৬ উইকেট পান এবং ব্যাট হাতে ৩৭ রান করেন।
[তথ্যঃ ক্রিকবাজ এবং গুগল।]