ঢাকা, বৃহস্পতিবার (২৪ জুলাই) — বহু আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ (২৪ জুলাই) আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৭ জুলাই আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপন করে এবং শুনানি চলমান রাখার জন্য আদালত আজকের (২৪ জুলাই) দিন নির্ধারণ করেন।
আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত থাকছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে, বিএনপির পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন।
পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করে, যা চলতি বছরের ১ জুন মঞ্জুর করেন আপিল বিভাগ। ২৮ মে লিভ মঞ্জুরের পর ১৫ জুলাই দিন ধার্য করে ১৭ জুলাই শুনানি শুরু হয়। শুনানির ধারাবাহিকতায় আজকের শুনানির জন্য রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় দুটি পৃথক মামলা—হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়।
হাইকোর্টের রায়ের পর গত বছরের ১৯ ডিসেম্বর এই দুটি মামলার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে এবং ১৩ মার্চ চেম্বার আদালত আবেদনগুলো নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।
আজকের শুনানিতে মামলাটির ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।



















