close

লাইক দিন পয়েন্ট জিতুন!

২০২৫ এর পরবর্তীতে ২০২৬ এ বাংলাদেশে আসবে ভারত

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। নির্ধারিত সূচি অনুযায়ী ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত শর্মাদের..

তবে আপাতত সেই সফর আর হচ্ছে না। শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

বিবৃতিতে বিসিবি জানায়, “দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা এবং পারস্পরিক সুবিধার দিক বিবেচনায় রেখে সফরটি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিজটির নতুন সূচি ও ম্যাচের দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”

দীর্ঘদিন পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বাংলাদেশ সফর ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছিল। তবে এই ঘোষণায় কিছুটা হতাশাই প্রকাশ করছেন অনেকে। যদিও ২০২৬ সালে একটি পূর্ণাঙ্গ সিরিজের আশ্বাস থাকছে দুই বোর্ডের তরফ থেকেই।

No se encontraron comentarios