close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

২০২৩ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে বিশ্বসেরা ইকোনমিতে তাসকিন..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ইনজুরি যেন তাসকিন আহমেদের নিত্যসঙ্গী। ব্যথা-যন্ত্রণা নিয়েই নিয়মিত বাইশ গজে লড়াই করে যাচ্ছেন টাইগার এই গতিদানব..

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আবারও একাদশে ফিরেছেন এই পেসার।

এই ফিরে আসার দিনেই সামনে এসেছে এক চমকপ্রদ পরিসংখ্যান। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন—এমন পেসারদের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বোলার তাসকিন আহমেদ।

এই সময়ে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট শিকার করেছেন তাসকিন। তার ইকোনমি রেট মাত্র ৪.৮৭। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ২৬ ইনিংসে ৪৯ উইকেট শিকার করলেও ইকোনমিতে (৫.১৫) তাসকিনের পেছনে।

তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৫.৩২ ইকোনমিতে পেয়েছেন ৩৩ উইকেট। আর অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড ২২ ইনিংসে ৫.৩৮ ইকোনমিতে ৩০ উইকেট নিয়েছেন।

শুধু উইকেট নয়, রান রুখেও সাম্প্রতিক সময়ের সেরা পেসারদের কাতারে উঠে এসেছেন তাসকিন। ইনজুরির সঙ্গে যুদ্ধ করেই যেভাবে ধারাবাহিক পারফর্ম করছেন, তা নিঃসন্দেহে বাংলাদেশের পেস আক্রমণের জন্য বড় স্বস্তির নাম হয়ে উঠেছে তাসকিন আহমেদ।

Nema komentara