আজ কেয়ার্নসে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টসজয়ী স্বাগতিক অধিনায়ক মিচেল মার্শ প্রথমে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান।
দঃ আফ্রিকা নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ করে ১৭২/৭ রান। ডি. ব্রেভিস আজও ছিলেন অসাধারণ। তার সংগ্রহ ২৬ বলে ৫৩। এছাড়া ভি. ডি. ডুসেন ৩৮* (২৬) এবং টি. স্টাবস ২৫ (২৩) রান করেন।
স্বাগতিকদের পক্ষে এন. এলিস ৩/৩১, এ. জ্যাম্পা ২/২৪ এবং জে. হ্যাজেলউড ২/৩০ উইকেট লাভ করেন।
জবাবে অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য তাদের প্রয়োজন ৪৮ বলে ৬৮।
[তথ্যসূত্রঃ ক্রিকবাজ এবং গুগল।]