close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‎'তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীর অধিকার দিতে সক্ষম' -রুফায়দাহ পন্নী..

Monsur Alam avatar   
Monsur Alam
‎'তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীর অধিকার দিতে সক্ষম' -রুফায়দাহ পন্নী..

ফেনীতে হেযবুত তওহীদের আয়োজনে 'তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি বলেন, 'পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম।'

‎তিনি আরও বলেন, রসুলাল্লাহ (সা.) এর যুগে নারীরা মসজিদে যেতেন, নামাজ পড়তেন, খুতবা শুনতেন, বাজার ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনা করতেন। এমনকি যুদ্ধের মতো বিপজ্জনক জায়গাতেও তাদের উপস্থিতি ছিল। যোগ্য কিন্তু নারী বলে তাদের কোনো দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়নি- এমন নজির নেই- বলেন হেযবুত তওহীদের এই নারী নেত্রী।

‎তিনি আরো বলেন, 'হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না। নারীরা অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। তারা তাদের যোগ্যতা, প্রজ্ঞা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।'

‎হেযবুত তওহীদের ফেনী জেলা নারী সম্পাদক ছালেহা বেগম লাভলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক দিল আফরোজ, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবী, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি প্রমূখ।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন, হেযবুত তওহীদের নারী সদস্য আনিছা বিনতে আবছার।

No comments found