sojib ahmed sabbir
sojib ahmed sabbir

sojib ahmed sabbir

      |      

Les abonnés

   Dernières vidéos

sojib ahmed sabbir
11 Vues · 5 mois depuis

⁣সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে সিলেটের ইন্টার্ণ চিকিৎসকরা। বুধবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা। এতে সিলেটের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা অংশ নেন। পাশাপাশি সিলেটের বিভিন্ন হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। এসময় চিকিৎসকরা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে আজকেও সারাদেশের মত সিলেটে চলছে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর আউটডোর সেবা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের সেবা দেয়ার জন্য একেকজন কর্মরত ডাক্তাররা অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন। অতিরিক্ত চাপ সামলিয়ে রোগীদের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।