Najnoviji video zapisi

ফাহিম ইসলাম
3 Pogledi · 20 dana prije

চলে গেলো জুলাই মাস গত এক বছর আগে ⁣২০২৪ জুলাইয়ে ছাত্র জনতার উপর নিশংস হত্যাকাণ্ড চালায় স্বৈরাচার শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় নিহত হয় ৬ বছরের বাচ্চা ও ঘরের মধ্যে ও নিরাপদ ছিলো না শিশুরা।

ফাহিম ইসলাম
15,653 Pogledi · 23 dana prije

⁣খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম বেপারীর নামে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করছে কৃষকদলের সভাপতি আবুল হোসেন। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে। নাইম বেপারী ও আবুল হোসেন দুইজনের সাথে কথা হয়।

একে অন্যের উপর চাঁদাবাজী জমি দখলের অভিযোগ আনে।



বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:
ফাহিম ইসলাম

ফাহিম ইসলাম
23,692 Pogledi · 23 dana prije

⁣বটিয়াঘাটা কৃষকদলের সভাপতি আবুল হোসেনের নাম জমি দখলের অভিযোগ করছে এক ভুক্ত ভুগি পরিবার
মোঃ বাপ্পি, ⁣পিতা : বাবু
⁣মাতা: ফরিদা
⁣বাপ্পির স্ত্রী: খুশি, ⁣পিতা: খালেক
মাতা: তানজু
বাপ্পির ফুপু রুনা


তারা জানান যতবার তারা জমিতে বেড়া দিছে ততবারই আবুল হোসেন বেড়া ভেঙে ফেলছে। তাদের উপর আক্রমণ করছে,

তাদের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আবুল হোসেনের সাথে কথা হয়।

আবুল হোসেন জানান ঐ জমির প্রকৃত মালিক তিনি রুনা, খুশি, বাপ্পি ভুয়া দলীল দেখিয়ে জমি দখলের চেষ্টা করলে সে বাধা দেয়।


বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:
ফাহিম ইসলাম
খুলনা

Prikaži više