جدیدترین ویدیوها

⁣রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক মর্মস্পর্শী দুর্ঘটনায় চারজন পথচারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িচালক মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পথচারীদের ওপর গাড়ি তুলে দেন।

ঘটনাটি ঘটে যখন চারজন অভিভাবক রাস্তা দিয়ে হাঁটছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়—ঢাকা মেট্রো-গ ৩৯-২৮-২৮ নম্বর প্লেটযুক্ত গাড়িটি হর্ণ না বাজিয়েই সরাসরি তাদের ওপর উঠে যায়।


আহতদের মধ্যে একজন গাড়ির নিচে আটকা পড়ে গুরুতর আহত হন এবং বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরেকজনের পায়ে গুরুতর আঘাত লাগায় চিকিৎসকরা তার পা কেটে ফেলার আশঙ্কা করছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়িচালককে থামানোর চেষ্টা করলে তিনি আরও দু’তিনবার গাড়ির চাকা দিয়ে এক নারীকে পিষে সামনে টেনে নিয়ে দ্রুত পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির মালিক ও চালককে শনাক্তের কাজ চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও আহতদের পরিবার দ্রুত দোষী চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
20 بازدیدها · پیش 2 ماه ها

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে 'গণধর্ষণের' হুমকি দিয়ে স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন।

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
33 بازدیدها · پیش 2 ماه ها

ডুয়েট নিয়ে ক্রমবর্ধমান ক'টু'ক্তি, অপপ্রচার ও নানামুখী ষ'ড়য'ন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে মশাল মিছিল।

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
21 بازدیدها · پیش 2 ماه ها

Dhaka: Attack on VP Nur’s event sparks outrage among student leaders


গত শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে ঢাকার গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিবৃতিতে জানান, সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে “পরিকল্পিতভাবে সশস্ত্র একটি গ্রুপ” সেখানে হামলা চালায়।
নাজমুল হাসান বলেন,

“শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ভিপি নূর ও উপস্থিত নেতাদের ওপর হামলা হয়েছে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

এদিকে সংগঠনটির অন্য নেতারা অভিযোগ করেছেন, হামলার মাধ্যমে তাদের “রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা” করা হচ্ছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
117,070 بازدیدها · پیش 2 ماه ها

ঢাকায় গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা নুরুল হক নুর। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, আকস্মিক এই সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, দুই থেকে তিন শতাধিক ব্যক্তি হামলায় অংশ নেয়, যাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা ছিলেন।

হানিফ বলেন, “আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তবে শেষ পর্যন্ত আমরা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হই এবং হামলাকারীরা পিছু হটে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
19,086 بازدیدها · پیش 2 ماه ها

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
18 بازدیدها · پیش 2 ماه ها

⁣নাটোরে একটি মামলায় আসামি স্বামী-স্ত্রী দুজন। স্ত্রীর জামিন হলেও স্বামীকে যেতে হয় জেলে। স্বামী তা কোনভাবেই মেনে নিতে পারছে না! স্ত্রীকেও সাথে নেয়ার ব্যর্থ চেষ্টা স্বামীর।



#natore #court #husbandwife #breakingnews #currentevents #newsupdates #trendingtopics #localnews #globalnews #stayinformed

بیشتر نشان بده، اطلاعات بیشتر