
Om
ফয়জুল্লাহ সাঈদ বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে এক অসামান্য বাচিকশিল্পী ও সাংবাদিক। তিনি একজন আবৃত্তিশিল্পী, উপস্থাপক, নির্দেশক, সংগঠক এবং লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফয়জুল্লাহ সাঈদ বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ও আই নিউজ বিডির সম্পাদক।
তাঁর সাংবাদিকতা, আবৃত্তি, অভিনয়, এবং নির্দেশনার ক্ষেত্রের অবদান অসংখ্য পুরস্কারে স্বীকৃত হয়েছে। নব্বই দশকের গোড়া থেকে শুরু করা তাঁর বাচিকশিল্পের যাত্রা থেকে আজ তিনি সাংস্কৃতিক ও সৃজনশীল প্রযোজনা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন।
তাঁর নেতৃত্বে পরিচালিত নানা প্রযোজনা, যেমন ‘এ সপ্তাহের সংস্কৃতি’ ও ‘বৃত্তের বাইরে’, দেশের সাংস্কৃতিক জগতকে নতুন দিগন্তে নিয়ে গেছে। ফয়জুল্লাহ সাঈদের এই বহুমুখী ও অনন্য প্রতিভা আমাদের প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে নতুন ভাবনা ও সৃজনশীলতার সন্ধানে প্রেরণা যোগায়।