Asraful Alam
Asraful Alam

Asraful Alam

      |      

Prenumeranter

   Senaste videorna

Asraful Alam
3 Visningar · 2 månader sedan

ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোডাউনে জনস্রোত, নেতৃত্বে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা মার্কা)-এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে দলের প্রার্থী মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী-এর নেতৃত্বে এই শোডাউন শুরু হয়।

প্রচারণার শুরু হয় শ্যামপুর থেকে, এরপর পর্যায়ক্রমে যাত্রাবাড়ি (আংশিক), মীরহাজিরবাগ, ধোলাইপাড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শোডাউনে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও স্থানীয় সাধারণ মানুষও অংশ নেয়। অনেকেই দলীয় পতাকা ও হাতপাখা মার্কার ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন—
“হাতপাখায় ভোট দিন, শান্তির বাংলাদেশ গড়ুন!”

গণমিছিলের সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ তুলে ধরেন। উপস্থিত জনতার মুখে শোনা যায়,
“অনেক মার্কা দেখা হলো, এবার হাতপাখায় ভোট দিয়ে শান্তি লাভ করতে হবে।”

শোডাউনের কারণে কিছু স্থানে হালকা যানজটের সৃষ্টি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি আরও সুদৃঢ় করেছে। জনসাধারণের অংশগ্রহণ ও উৎসাহ দলটির পক্ষে এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে।