সর্বশেষ ভিডিও

ABADAD ALI
3,493 ভিউ · 3 মাস আগে

স্বচক্ষে দেখা- জামালপুরের সরিষাবাড়ীর শিক্ষার্থী উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ মাঠে
বিমান বিধ্বস্ত কথা বলছেন।

তিনি বলেন, " আমি সাইমুল হাসান, ঢাকার মাইলস্টোন
কলেজের বর্তমান শিক্ষার্থী।

২১ জুলাই যে বিমান দুর্ঘটনা টা ঘটেছে সে দুর্ঘটনা আমি স্বচক্ষে দেখেছি।

সে দুর্ঘটনাটি ঘটে আনুমানিক ১:১৪ এর দিকে এবং কলেজ ছুটি হয় ১:২০ এর দিকে।

সুতরাং–কিছু সময় ব্যবধানের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে যায়,
ফলে শিক্ষার্থীরা আর স্কুল থেকে বের হতে পারে না।

আর কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটলে হয়তো অনেক শিক্ষার্থীর
প্রাণই বেঁচে যেতো।

এই দুর্ঘটনায় যে শিক্ষার্থীগুলা মারা গিয়েছে আল্লাহর কাছে দোয়া করি তারা যেনো জান্নাতবাসী হয় এবং যারা হাসপাতালে রয়েছে, যারা মৃত্যুর সাথে লড়াই করছে–যারা আহত আছে , তারা যেনো সুস্থ হয়ে মা-বাবার কাছে ফিরে আসতে পারে এই কামনা করছি।

ABADAD ALI
5,904 ভিউ · 3 মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত – ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠান,

অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট (সোমবার) ঢাকা ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক— বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
– জনাব তারেক রহমান।


বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব – জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন যুবদলের বিপ্লবী সভাপতি – আবদুল মোনায়েম মুন্না।


সঞ্চালনায় থাকবেন সংগ্রামী সাধারণ সম্পাদক – মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

আরো দেখুন