Synes godt om videoer
বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিনের ভাইয়ের বক্তব্য
বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষ পরবর্তী অবস্থার খন্ড চিত্র।
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
০৯/০৬/২০২৫ ইং,সোমবার।
চিত্র মোল্লাহাটের সিংগাতী গ্রামে ঈদের দিন সংঘর্ষের প্রায় ৩ মাস পূর্বে মনু চৌধুরীর বাড়ীতে হামলা ঘটিয়েছিল মাসুম চৌধুরী গ্রুপ।এ ঘটনার ৩ মাস যেতে না যেতেই আবার এ ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করি। এলাকাবাসী জানায়, এ ধরনের ঘটনা এই প্রথম নয়, সেই ব্রিটিশ আমল থেকে ধারাবাহিক ভাবে ঘটে আসছে।দুই বংশের বিরোধের বলি হচ্ছে সাধারণ মানুষ।সাধারণ মানুষ এ ধরনের অবস্থার অবসান চায়। তারা সুষ্ঠু তদন্ত করে বিচার ও শাস্তির দাবি করেন।
মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিনের ভাইয়ের বক্তব্য
রায়হান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি। ০৯/০৬/২০২৫ইং,সোমবার।
আজ বিকাল ৫.০০ ঘটিকায় সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিন চৌধুরীর ভাই হামলার ঘটনা বিস্তারিত তুলে ধরেন।
মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিনের ভাইয়ের বক্তব্য
রায়হান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি। ০৯/০৬/২০২৫ইং,সোমবার।
আজ বিকাল ৫.০০ ঘটিকায় সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিন চৌধুরীর ভাই হামলার ঘটনা বিস্তারিত তুলে ধরেন।
মোল্লাহাটের সিংগাতি গ্রামের সংঘর্ষে আরও একজন নিহত।
রায়হান শেখ,
মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
০৮/০৬/২৫ ইং, রবিবার
গতকাল ০৭/০৬/২৫ বিকাল ৫ টায় সংঘর্ষে আজিজুল চৌধুরী নিহত হন ও রাত আনুমানিক ১১:৩০ টায় মুরসালিন চৌধুরী( ৩০) নিহত হন।
০৮/০৬/২৫ ইং রবিবার বিকাল ৫ ঘটিকায় নিহতদের বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার লোকজন জানাযায় শরিক হন। নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। ভুক্তভোগীদের থেকে জানা যায়, কোরবানির মাংস বিতরণের ঘটনাটি মিথ্যা। নিহতদের পরিবার ও ভুক্তভোগীগণ এ নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। হামলাকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে, যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুলখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামের কাবিল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে ০৭/০৬/২৫ শনিবার বিকাল ৫ ঘটিকায় আজিজুল চৌধুরি ও মোরসালিন এর বাড়িতে মাসুম চৌধুরী গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে ঘেরাও করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।
কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই হন। তাদের এ বিরোধ ৫০- ৬০ বছর ধরে চলে আসছে।
এ বিরোধের জের ধরে গতকাল এ নেক্কারজনক জন্য ঘটনা ঘটে।
এলাকায় পুলিশ বাহিনী সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীদের বাড়ি পুরুষ শূন্য।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।
মোল্লাহাটের সিংগাতি গ্রামের সংঘর্ষের পর ব্যাপক লুট-পাটের অভিযোগ :
রায়হান শেখ,
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
০৯/০৬/২০২৫ইং, সোমবার।
শনিবার ঈদের দিন বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামের সংঘর্ষের পর নিহতদের গ্রুপের লোকজন হামলাকারীদের ঘর - বাড়িতে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ করেন সিংগাতী গ্রামের পুত্রবধূ শাহনাজ পারভিন (৩০), স্বামী দুলাল চৌধুরী। তিনি বলেন, ঈদের দিন সন্ধ্যার পর অতর্কিতভাবে মহিলাসহ বেশ কিছু ব্যক্তি তাদের বাড়িতে হামলা করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ লুটপাট করেন। একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। তার মেয়ে লামিয়া চৌধুরী (১০); তাহাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। তার নাবালকপুত্র রিফাত চৌধুরী( ৪), তাকে কোল থেকে কেড়ে নিয়ে জবাই করতে যায়। প্রাণভয়ে তারা পরিবারসহ অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন। এছাড়াও ওই গ্রামের ওসিকার চৌধুরী, রফিক চৌধুরী, বদদুল চৌধুরী, সুখ, ইমাত চৌধুরী ;পিতা বাসি চৌধুরী। কাবিল চৌধুরী, ইসরাফিল চৌধুরী এদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এসেছে। ফখরুল চৌধুরীর ঘর লুট সহ দুইটা গরু হামলাকারী নিয়ে যায়।ইমানদুল চৌধুরীর দুই তলা বিল্ডিং ভেঙ্গে ফেলেছে, মালামাল লুটপাট করেছে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।যাহাতে ওই গ্রামের লোকজন শান্তিতে বসবাস করতে পারে এবং প্রকৃত দোষিরা সাজা পায়।