جدیدترین ویدیوها
সদররোডে আকাম করতে গিয়ে ধরা খেল যুবক যুবতী
বরগুনার তালতলীতে ডাকাতি মামলার পলাতক আসামি নুর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১
শুক্রবার সন্ধ্যায় স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তালতলী বন্দর এলাকা থেকে তাকে আটক করে।
চলতি বছরের ২৬ জুলাই গভীর রাতে তালতলী উপজেলার বড়পাড়া এলাকায় এক গৃহবধূর ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ১১ লাখ টাকার বেশি মালামাল লুট করে ডাকাতদল।
ঘটনার পর থেকে আসামি নুর মোহাম্মদ পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
بیشتر نشان بده، اطلاعات بیشتر
