Последние видео

Md Bawezid Hossain
5 Просмотры · 15 часов тому назад

⁣হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামে জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত শরীফ ওসমান হাদির দোয়া মাহফিল নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে এমন অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিমেল।

Md Bawezid Hossain
4 Просмотры · 1 день тому назад

⁣জামায়াতে ইসলামির ⁣আমির ডাঃ শফিকুর রহমান উল্লাপাড়ায় আগমন উপলক্ষে সমাবেশ স্থল পরিদর্শন করলেন মাওঃ রফিকুল ইসলাম খান।

Md Bawezid Hossain
2 Просмотры · 2 дней тому назад

⁣বাবাকে হারিয়ে ছোট্ট মেয়েসহ পরিবারের আহাজারি যেন আকাশ ভারী করে তুলেছে। সিরাজগঞ্জের সলঙ্গায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানের অবহেলায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়। কাজের দায়িত্বটা ছিলো লাইনম্যানের কিন্তু চৌবিলা গ্রামে কাজ করতে বিদ্যুৎতিক খুঁটিতে তুলে দেওয়া হয় পরিচ্ছন্নতা কর্মীকে। নিরাপত্তাহীন কাজের মাঠে ঝরে যাওয়া এক প্রাণে থমকে গেছে একটি পরিবারের সব।

Md Bawezid Hossain
5 Просмотры · 14 дней тому назад

সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

পূর্নীমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার ও ২ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন টিপুর নেতৃত্বে বুধবার দুপুরে বিএনপি'র মনোনীত প্রার্থী এম আকবর আলীর বাস ভবনে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগিতা অংগ সংগঠনের ২'শ নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া- সলঙ্গা আসনের বিএনপির মনোনিত প্রার্থী এম আকবর আলী।
এ সময় নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

নবাগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের কারণে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখেই তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলে জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যোগদানের এই ঘটনা উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Показать больше