Últimos vídeos

রবি ডাকুয়া
2 Visualizações · 14 horas atrás

⁣‎ম.ম.রবি ডাকুয়াঃ

‎বাগেরহাটের মোংলায় ঐতিহ্যবাহী সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের শুরু হয়েছে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৬।

‎উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীডা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার, শারমিন আক্তার সুমি।

রবি ডাকুয়া
9 Visualizações · 6 dias atrás

⁣‎বিশেষ প্রতিনিধিঃ





‎২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৪৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ। ২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় বিজিসি বেইজ মোংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।





‎তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

Mostre mais