Neueste Videos

Nuralam Shaikh
14 Ansichten · 1 Monat vor

⁣ফরিদপুরের ভাঙ্গা শোয়াদী পাম্পের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে ১৩ তারিখে কার্যক্রম

Nuralam Shaikh
7 Ansichten · 1 Monat vor

⁣গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতা একযোগে সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল শেখ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ব্যক্তিগত কারণে তাদের পক্ষে আর সংগঠনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তারা নিজ নিজ পদসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আনোয়ার হোসেন ও মোঃ রাসেল শেখ তাদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সংবাদ সম্মেলন শেষ করেন।

Nuralam Shaikh
5 Ansichten · 1 Monat vor

নূর আলম শেখ, গোপালগঞ্জ। জেলা প্ৰতিনিধি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান রাসু জুয়েলার্স-এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০:৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানি আনতে বাইরে গেলে সেই সুযোগে দুই চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় বাজারে থাকা লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। তিনি দেখেন, তারা দোকানের ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে লিটু মোল্লা একজনকে আটক করেন এবং দোকান মালিককে ডেকে বলেন,
“দাদা, দেখেন আপনার কিছু চুরি হয়েছে কিনা। আমি দেখেছি তারা আপনার দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলছে।”

পরবর্তীতে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের হেফাজতে নেয়।

আটক দুই চোরের পরিচয়:
১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্না বাড়ি, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।
২. সবুর মিয়া (62), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটির পর বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

Zeig mehr