Md.Mominul Islam
|订户
最新视频
দিনাজপুরে ৬ টি আসনে মনোনয়ন পত্র
গ্রহন করলেন জামায়াতের ছয় প্রার্থী
দিনাজপুর প্রতিনিধি :
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন
ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী ৬ টি আসনের ছয়জন প্রার্থী।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন ১ ( বীরগঞ্জ - কাহারোল)
আসনে মতিউর রহমান,
২ আসনে (বিরল - বোচাগঞ্জ) আফজালুল আনম, ৩ (সদর) আসনে এড্যাভোকেট মাইনুল আলম,৪ আসনে ( চিরিরবন্দর- খানসামা) আফতাব উদ্দিন মোল্লা, ৫ আসনে ( ফুলবাড়ী -পার্বতীপুর) আনোয়ার হোসেন, ৬ আসনে ( বিরামপুর -নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) আনোয়ারুল ইসলাম।
প্রার্থীরা উপস্থিত থেকে নিজ নিজ মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন পত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান সহ জামাতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
দাবি পূরণ না হলে আবারও গণঅভ্যুত্থান হবে : আনু মুহাম্মদ