
नवीनतम वीडियो
ঝিনাইদহ,কালিগন্জের নতুন সাবরেজিস্টারের ওফিসের পাসেই পাওয়াগেছে ১০০ এর ও বেশি ফেনসিডিল খালি বতোল,এলাকাবাসী বলেন এখানে অফিস চালু হওয়ার আগে এগুলো দেখা যাই নাই,তাদের দাবি, বিষয়টি প্রশাসন কেন খুটিয় দেখেনাই...! স্থানীয় বাসিন্দারা আরও বলন প্রশাসন যদি না দেখে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব!
ঝিনাইদহ,কালীগঞ্জে ,আাড়পাড়া গ্রাম থেকে পপি(২২) নামের এই মহিলাকে পরান(৩০) নামের এই ছেলের সাথে বদ্ধ ঘরে আ*টক করে এলাকার বাসিন্দারা,পরবর্তী এলাকাবাসী জানান পপি(২২) এর আগে ৯-১০টি বিবাহ করেছেন,তার ২ টি সন্তান আছে,,,,❗এলাকাবাসী আরো জানান সে মাঝেমধ্যেই এমন মানুষ নিয়ে বাসাই দেখাযায়, পরিচয় দেন আত্মীয় স্বজনের,,,
অতঃপর পরান(৩০)কে পুলিশের হাতে তুলেদেন এলাকাবাসী,,,
এলাকাবাসীর দাবি পপি(২২) তার আর কালীগঞ্জে থাকার অধিকার নাই,,,❗আপনারাও সচেতন থাকেন কালিগঞ্জে আর কোন যৌন ব্যবসায়ীর স্থান গড়েতুলতে দেবনা,,,❗
#কালিগন্জ #পোস্ট,
এটা কেমন দেশ? যেদেশে যে যার মতো অসামাজিক কর্মকাণ্ড শুরু করেছে!!!নাই কোনো প্রশাসনের ভয়,নাই কোনো মানুষের ভয়,,তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কথাই?
সুধুমাত্র সম্পত্তির ভাগাভাগির জন্য নিজের ভায়ের চোখ উপড়ে ফেলতে পারে? এমন্ই ঘটোনা ঘটতে দেখা গেছে,
বরিশাল জেলার নাজিরপুর ইউনিয়নে,
#সম্পত্তির ভাগাভাগির কারনে আপোন ভায়ের চোখ উঠিয়ে বাবা আরশেদ বেপারির হাতে তুলে দিলো অপোর দুউ ভাইরোকোন বেপারি তার স্ত্রী ও মেয়ে এবং সপোন বেপারী!
এই ঘটনাই থমথমে এলাকাবাসি,,,একেমন ইতিহাস?
যা আমরা কখনোই চাইনি,,,!
এবিষয়ে, আশেপাসের লোক জন কেও আইনের আওতাই আনার দাবি জানাচ্ছি,,,কারন তারা বিষয়টি বাধা না দিয়ে কেমেরা নিয়ে বেস্তো কেন? আসে পাসে লোক জন তো কম ছিলো না,,,তাদেরকেও আইনের আওতাই আনাহোক,,,
#মন্জুরুল হক,
#কালিগন্জ ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।
ঝিনাইদহ,কালিগন্জের শামিমার মৃত্যুর পরে তার মৃত্যুর রহশ্যনিয়ে কৌতুহল জনসাধারণের,
আসলে কি হয়েছে শামিমার,আত্বহোত্বা নাকি খুন,? তদন্তে পুলিশ.....
ঝিনাইদহ,কালিগন্জ,
ঝিনাইদহ ৪ আসনের, (বিএনপি) মাননিয় এমপি প্রার্থী,মো:সাইফুল ইসলাম ফিরোজের স্বাগতোম জানিয়ে গান গাইলেন,
কালিগন্জের শিল্পী : সুশমিতা