Md Rana
Md Rana

Md Rana

      |      

Subscribers

   Breaking news

Md Rana
12 Views · 3 months ago

⁣বালু ব্যবসায়ীদের গাড়ি-গুলো পার্কিং করে সরকারী রাস্তার অর্ধেককাংশ জায়গা দখল করে রেখেছে।

স্টাফ রির্পোটার রানা মিয়া...

শ্রীমঙ্গল ২নং ভূনবীর ইউনিয়নের সরকার বাজার প্রবেশ পথে রাস্তার এক পাশে বালু ব্যবসায়ীদের
গাড়ি-গুলো পার্কিং করে সরকারী রাস্তার অর্ধেককাংশ জায়গা দখল করে রেখেছে। এতে করে রাস্তায় জায়গা অনেকাংশ কমে গেছে এর কারনে এক্সিডেন্ট হবার সম্ভাবনা রয়েছে। এতে রাস্তায় অন্যান্য গাড়ি এবং সাধারন জনগন চলাচল করতে অসুবিধা হচ্ছে।
এ যেনো প্রতিবাদ করার কেউ নেই।

সেনাবাহিনী এবং শ্রীমঙ্গল প্রসাশনের সুদিষ্টি কামনা করছে আমজনতা।