Laatste video's

Md Babul Hossain
20 Bekeken · 4 maanden geleden

⁣ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জামায়াতে ইসলামীর

Md Babul Hossain
17 Bekeken · 5 maanden geleden

⁣পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্য সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা আয়োজনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিকালে পৌর পার্ক থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক'শ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে পৌর বিএনপির সাবেক সদস্য দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী
প্রমুখ।

Md Babul Hossain
5,026 Bekeken · 5 maanden geleden

⁣পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন

‎পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : ২৯ আগষ্ট/২৫

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর সহ গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমার জেরে ঘটনাটি উপজেলার রামভদ্রপুর গ্রামে ঘটে।

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বাগজানা ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। ‎অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুর সহ গাছ কেটে ও উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে (গ্যাস বড়ি) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। ‎মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন। ‎অভিযোগের বিষয়ে রাজু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Md Babul Hossain
17 Bekeken · 5 maanden geleden

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ ২০ আগস্ট/২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও সরকারী ব্যবস্থাপনায় হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মোঃ সাজেদুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপাইভাইজার রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন।

Md Babul Hossain
8 Bekeken · 5 maanden geleden

পাঁচবিবিতে পাওনা টাকা চাইতে গিয়ে পারপিটের স্বীকার একটি পরিবার

Md Babul Hossain
6 Bekeken · 5 maanden geleden

⁣পাঁচবিবির ভারত সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএসএফ

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধ ভাবে ভারতে অবস্থানরত ৫ বাংলাদেশীকে বাংলাদেশে ফেরার সময় আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১৩ আগস্ট বুধবার সকালে উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪ এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন।
বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের পুত্র মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), মুরাদ মোড়লের পুত্র রমজান মোড়ল(৮), মুসকান(৫) ও মেয়ে আমেনা (২) ।
বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি ভাংড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে অবৈধ ভাবে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, "আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে"।

Md Babul Hossain
10 Bekeken · 5 maanden geleden

⁣পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাসের সার্বিক সহযোগিতায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পাঁচবিবি প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

Laat meer zien