Mamunur Rashid
Mamunur Rashid

Mamunur Rashid

      |      

Người đăng ký

   Những video mới nhất

Mamunur Rashid
5,370 Lượt xem · 3 tháng trước kia

⁣পেকুয়া,৫ আগষ্ট, ২০২৫: পেকুয়া উপজেলায় আজ এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ র‍্যালিতে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহ দূর শাহ্।


র‍্যালিটি পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। র‍্যালিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


এম.বাহ দূর শাহ্ সাংবাদিকদের বলেন, "এ বিজয় র‍্যালি শুধুমাত্র বিএনপির বিজয়ের প্রতীক নয়, এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ। আমরা সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাব।"


বিজয় র‍্যালিটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দলীয় সংহতি বৃদ্ধি পায় এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।