Последние видео

জাকারিয়া রানা
52 Просмотры · 2 месяцы тому назад

জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম সিফাতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল।
মিছিলটি শুরু হয় মাধবখালী বাজার এলাকা থেকে এবং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন, যাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, অধিকার ও আদর্শের রাজনীতি করে এসেছে। আরিফুল ইসলাম সিফাতের মতো তরুণ নেতৃত্বের মাধ্যমে মাধবখালী ইউনিয়নের ছাত্রদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরিফুল ইসলাম সিফাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,

> “ছাত্রদল আমাদের আত্মার সংগঠন — এখানে দায়িত্ব নয়, রয়েছে ভালোবাসা ও ত্যাগের অঙ্গীকার।”



পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ছাত্রদলের প্রতি নেতাকর্মীদের অগাধ ভালোবাসার প্রকাশ।

জাকারিয়া রানা
26 Просмотры · 3 месяцы тому назад

আশুলিয়া জামগড়া এলাকায় লেগুনা উল্টে পোশাক শ্রমিকের মৃত্যু। সেই শ্রমিকের ভিতর মেডলার শ্রমিকের আইনগত পাওনাদী পরিশোধ করে নি মেডলার কর্তৃপক্ষ। পোশাক শ্রমিকের সন্তান জিয়াম সকলের কাছে সহায়তা চেয়েছেন। তার মায়ের আইনগত পাওনাদী যেন দ্রুত পরিশোধ করে মেডলার গার্মেন্টস কর্তৃপক্ষ।

জাকারিয়া রানা
26 Просмотры · 3 месяцы тому назад

একজন আওয়ামী লীগের দোসরের বোন কিভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে দেখুন ভিডিওতে.....
এগুলোর নৈপথ্যে কে আছে?
২৫ সেপ্টেম্বর ২০২৫

Показать больше