Najnoviji video zapisi
বগুড়া পৌরসভার 13 নং ওয়ার্ড বেতগড়ি এলাকায় পানি জমে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ। স
বগুড়া পৌরসভার 13 নং ওয়ার্ড বেতগড়ি এলাকায় পানি জমে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘরের সামনে পানি জমে যাচ্ছে, যার ফলে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পানি নিষ্কাশনের জন্য হোসেন আলী ভাই নিজ উদ্যোগে পৌরসভার পরিছন্ন কর্মী দল নিয়ে আসেন এবং দ্রুত কাজ শুরু হয়। ইতোমধ্যে ড্রেন পরিষ্কার, মাটি খনন ও পানিনিষ্কাশন লাইনের কাজ শুরু হয়েছে
