En yeni videolar
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীনক পাঠানবাড়ী এতিমখানার নামে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ৮ সদস্যবিশিষ্ট
দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন শাখা গাজীপুর সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের তথ্যের ভিত্তিতে  গাজীপুর মহানগরের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাদ্য  সহায়তা হিসেবে ১৭২ টন চাল বরাদ্দ দেয়। 
 গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানা ৪১ নং ওয়ার্ড পাঠানবাড়ি কাসিম উলুম মসজিদ ও এতিমখানার নামে ৬০জন এতিম ছাত্রর  ছবি  ও তথ্য দিয়ে  ৮ সদস্যবিশিষ্ট একটি ভুয়া কমিটির কাগজ দিয়ে ১টন  চাউল উত্তোলন করে   ঐ ভুয়া কমিটির সভাপতি আতাউর রহমান পাঠান ও সদস্য সুজন পাঠান  ইসলামি ফাউন্ডেশন এর মডেল টিছার  হাফেজ আব্দুল কাইয়ুম মাছুম।   অসহায় এতিমদের নামে উত্তোলন করা ১ টন চাউলের টাকা ইসলামী ফাউন্ডেশনের এক অসাধু কর্মকর্তা ও ৮ সদস্য বিশিষ্ট  কমিটি বন্টন করে নেয়।   যা বৈধ কমিটি জানেই না ।   বৈধ কমিটি জানার পরে গাজীপুর ডিসি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ  দেয়।সরজমিনে এশিয়ান টেলিভিশনের একটি টিম ঘুরে দেখে এতিমখানায় তালা ঝুলছে ।   এতিমখানার ভিতরে ভাঙারি দোকানের মালামাল ইষ্টক করে রেখেছে । 
  
জজএ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, “আমাদের দায়িত্ব ছিল কেবল তথ্য প্রদান করা। বরাদ্দ, যাচাই-বাছাই ও বিতরণ সবকিছু
