Последние видео

MD Jahid Hasan
3,950 Просмотры · 5 месяцы тому назад

⁣মেহেরপুর মুজিবনগরে গাঁজা গাছ উদ্ধার আটক-১



মেহেরপুরের মুজিবনগরে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
বুধবার ৬ আগস্ট সকাল ৬টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মোনাখালী দক্ষিণপাড়া বুলবুল আহমেদ ৩৫ এর বাড়ি থেকে গাজা গাছটি উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ।
এ সময় বলব আহমেদকে আটক করা হয়। বুলবুল আহমেদ মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মৃত মোনাজাত আলীর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, একটি গোপন সংবাদ পায় যে মোনাখালী গ্রামের দক্ষিণপাড়ার বুলবুল আহমেদের বসত বাড়িতে গাঁজা গাছ রয়েছে, এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল আহমেদের বসতবাড়ির ঘরের পিছনে টয়লেটের পাশে ১১ ফিট উচ্চতার চার মাস বয়সী ৩টা গাঁজা গাছ পাওয়া যায়।
এ সময় গাঁজা গাছ তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এবং গাঁজা গাছ রোপনের অপরাধে তাকে আটক করা হয়। এছাড়াও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।