
Apple Bosunia
|Subscribers
About
নীলফামারী জেলার চিলাহাটির বসুনীয়া পড়ায় জন্ম গ্রহণকারী আমি আপেল বসুনীয়া। পিতা মরহুম এ,টি,এম,জাফর সিদ্দীক বসুনীয়া একসময় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, মা মরহুম আমিনা বেগম বসুনীয়া। বড় ভাই হুমায়ুন কবীর বসুনীয়া ১৯৯৬ সালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ৩ ভাই ২ বোনের মধ্যে আমি সবচেয়ে ছোট।
সাংবাদিকতার জগতে প্রবেশ : ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ। ২০০৯-২০১১ সাল পর্যন্ত তিনি সাবের হোসেন চৌধুরী (খোকার) প্রকাশিত দৈনিক দিনের শেষে, (২০১০-২০১৩) সাল পর্যন্ত রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকায় কাজ করছিলাম। ২০১১ সালে ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (সিএনআই নিউজ) এ কাজ করার মাধ্যমে অনলাইন পত্রিকার জগতে প্রবেশ করি।
২০১১ সালে দেশবন্ধু গ্রুপের দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মাধ্যমে জাতীয় পত্রিকায় কাজ শুরু করি।
২০১২ থেকে এখন অব্দি সংবাদ সংস্থা নিউজ ফেয়ার এ রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। (২০১২-২০১৩) সালে তিনি আজিজুর রহিম পিউ সম্পাদিত রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদে কাজ করেছিলাম। এর পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জলঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিকশিত বাংলায় কাজ করছিলাম।
সর্বশেষ আমি নীলফামারী জেলার স্থানীয় দৈনিক নীলসীমান্ত পত্রিকায় ২০১৫ সাল থেকে মাত্র ৩ বছর কাজ করেছিলাম। বর্তমানে আমি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করছি।
টিভি সাংবাদিকতায় প্রবেশ : ২০১৮ থেকে ২০২১ আইপি টিভি জেটিভি বাংলায় কাজ কাজ করেছি, এটি বন্ধ হয়ে যাওয়ার পর (২০০০-২০২১) কেটিভি বাংলা ও হেমন্ত টিভিতে, (২০২১-২০২২) জাগরণী টিভিতে এবং সর্বশেষ ২০২১ থেকে এখন অবধী সৃষ্টি টিভিতে কাজ করেছিলাম।
সাংবাদিকতায় প্রশিক্ষণ : ২০২১ সালে জলঢাকায় স্থানীয়ভাবে পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করি।
২০২৩ সালে প্রেস ইনস্টিটিউড বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকের জন্য বেসিক জার্নালিজম ট্রেনিং-১ এ অংশগ্রহণ করেছি।
অনলাইন প্রকাশনা : ২০১২ সালের ১২ই ডিসেম্বর চিলাহাটি ওয়েব ডটকম নামে একটি অনলাইন পত্রিকার প্রকাশনা ও সম্পাদনা শুরু করি।
বই/কবিতা প্রকাশ : শৈশব কাল থেকেই লেখা-লেখির প্রতি আগ্রহ ছিল আমার। ১২ বছর বয়সে; ২০০৩ সালে প্রথম কবিতা রংপুর থেকে সাপ্তাহিক অটল পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় আমার লেখা কবিতা প্রকাশিত হতে শুরু করে ।
২০০৭ সালে ঢাকার ইক্বরা প্রকাশনীর জাকির খানের সম্পাদনায় প্রিয়া কাব্য গ্রন্থের ৪র্থ খণ্ডে কবিতা প্রকাশিত হয় ।
ম্যাগাজিন প্রকাশনা : চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রয়ত: সিনিয়র শিক্ষক ও কলামিষ্ট আব্দুল কাদের আহম্মেদ, গ্রামীন ব্যাংকের ব্যাবস্থাপক আব্দুর রহমান এবং আমি এলাকায় প্রতিভাবান লেখক/লেখিকাদের নিয়ে ২০০৮ সালের ১৬ ডিসেম্বর সাহিত্য পত্রিকা সূর্যোদয় এর প্রথম সংখ্যা বের করি।
পুরস্কার/সন্মাননা : শিশু বিয়ে বন্ধ, গুনগত প্রাথমিক শিক্ষার প্রসার, পরিবেশের ভারসাম্য বিষয়ে সচেতনতা তৈরিতে আমার বিশেষ আগ্রহ রয়েছে ।
উন্নয়ন সাংবাদিক হিসেবে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় ২০১৩ ও ২০১৪ সালে ডোমার উপজেলার সেরা সাংবাদিক হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সন্মাননা লাভ করি।
সাংগঠনিক দায়িত্ব পালন : চিলাহাটি প্রেসক্লাবে ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। ২০০৮ সাল থেকে তিনি কবি সংসদ বাংলাদেশ- নীলফামারী জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি ।