Seneste videoer

Md Iaqub Ali Talukder TLD
9 Visninger · 2 måneder siden

দোহার নবাবগঞ্জে অসংখ্য শিল্প পতি ও প্রবাসী থাকলেও কৃষি পণ্যের অবদান রয়েছে অপরিসীম। এখানে প্রধান কৃষি পণ্য ধন।ধান ছাড়াও পাট,আলু,পটল,গম,ভুট্টা, এবং সকল ধরনের সবজি চাষ করা হয়। কিন্তু কৃষকের বাড়ী থেকে ফসলী জমি দূরে হওয়ার কারণে ফসল আনা ও নেওয়ার জন্য একমাত্র যানবাহন হিসেবে ঘোড়ার গাড়ী যানবাহন হিসেবে ব্যবহার করা হয়। যা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে।