Najnoviji video zapisi

Mahafuz Alam
33 Pogledi · 5 mjeseca prije

রুয়েট গেটে বিএনপির কর্মী সম্মেলনের প্রস্তুতি, প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রধান ফটক প্রাঙ্গণে মতিহার থানা বিএনপির কর্মী সম্মেলনের প্রস্তুতির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৬ এপ্রিল) সাড়ে তিন ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আজ দুপুর থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে মতিহার থানা বিএনপির কর্মী সম্মেলনের জন্য ব্যানার, সাউন্ড সিস্টেম ও চেয়ার নিয়ে স্টেজ বানানোর প্রস্তুতি চলছিল। পরবর্তীতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন হল থেকে প্রধান ফটকের সামনে এসে জড়ো হয় ও বিএনপির নেতা-কর্মীদের কাছে রুয়েট প্রাঙ্গণে সম্মেলন করার অনুমতি নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে চান। এসময় বিএনপির নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মাঝে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে রুয়েট প্রাঙ্গণে সম্মেলন করবেন না বলে বিএনপির নেতা-কর্মীরা চেয়ার ও ব্যানার খুলে নিয়ে চলে যান।